হারিয়ে যে যায়; যেনো-তেনো, যে-কোন
জলের স্রোতে ভেসে
সে কোন ঝর্ণার নয়,নদীরও নিজস্ব নয়
জল পেলেই;অভ্যাসবশে জলকেলিতে মেতে ওঠে
উছলে দিতেই আনন্দ তার,কলতান ভালোবাসে।


জলে না ভিজে;না করে অবগাহন
জলকে যে বেগবান করে;কৃতিত্ব পেতে,
সদা ধাবমান সে, স্রোতের বিপরীতে।


কিছু জলাশয়ের গতি তৈরীতে বৈঠা লাগে না!
মাঝিহীন বৈঠাবিহীন নৌকো চলতে জানে,
নদীর উজানে।
এভাবে একদিন পৌছে যাবে ঠিক;
আকাশ- জলের সীমান্তে,
জলছায়াময়ী অপারের ওপারে,অচিন দিগন্তে।