ঝড়ো হাওয়ায় উস্কোখুশকো
তোমার সেই চুলগুলোই ছিল ভাল,
বাউন্ডুলে;এলোমেলো।


তোমার সেই মনটাই ছিল সুন্দর
দাগহীন ক্যানভাসে যার;একক নামটি ছিলো আমার।
তারপর দুই তিন সংখ্যায় বেড়ে-
ওরা হ'লো অসংখ্য!
তবুও সেই মনটাই; আজো প্রিয়!
যে প্রথম তার প্রেমে আমাকে;হার মানিয়েছিলো।


তোমার সেই চোখ দুটো ছলছল,
অশ্রুসজল, আবেগে যারা টলোমলো।
জলতরঙ্গে বেজে ওঠা মনে;জলজ আবেগে
হৃদয়ের ভাষা বুঝেছিল,
জলদ কন্ঠে কবিতার উচ্চারণে;অনুরাগ ফুটে ওঠেছিলো।


সেই আলাভোলা;কিশোর মনের
দুষ্টুটাকেই খুউব পছন্দ!
উচ্ছল যে কী-না;কৌতুকে ছিলে অনন্য!
ভুলে যেতে রাত্রি-দিন; অন্যকে সুখী করতে চেয়ে,
আর আমার সময় আটকে যেত;তোমায় কাছে পেয়ে।


এমন মনের যার থেকে; মনকে সরানো দায়!
আজকের এই আনন্দ জলসায়, সে কোথায়?