কারণ জানা গেলো না!
কেবল পাওয়া গেলো তার- নিথর দেহ।
কিলবিল নেই,কামড়ানোর ইচ্ছেতে নেই- কিচকিচ,
শব্দহীন মুখ-"হা"করা।
নিজের সবটুকু বিষ শুষে নিয়ে নিজেই,
বিষের শিশিটি দিশেহারা।


দুপুরেও খুব করে কামড়ে দিয়েছিলো-
নবনিতার পা।
দাঁতের ধার,বিষের প্রতিক্রিয়া
মারাত্মক দুটোই!
সেই পিঁপড়েটিই মারণাস্ত্র সমর্পণ শেষে-
আত্মহত্যা করে পালাতে পারে,ভাবাই যায়নি!


আসলে অভাবনীয় কিছু ঘটাটাই দুর্ঘটনা,
আত্মহত্যাও তেমন।
হঠাৎ হেরে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে,
জিতে যেতে চেয়ে;হার মেনে নিয়ে মৃত্যুর,
লাল পিঁপড়েটি গুটিয়ে নিয়েছে তার- মরণ কামড়!


কামড়ে কামড়ে হয়তো
বিষ দাঁতে ক্ষয়!
নয়তো-
অধিক বিষের ব্যবহারে,
বিষই হয়ে গেছে নিষ্ক্রিয়।