নতুন করে মৃত্যুর ভয় আর দেখাবে কীভাবে?
মৃত্যুযন্ত্রণার চেয়ে কী জীবনে;জীবন-যন্ত্রণা কম?


নতুন করে কী এমন কষ্ট দেবে?
সব মাড়িয়েই তো এতদূর পথ হাটা।
জালে বন্দিনী মাছের;জলহীন ডাংগায় বেচে থাকা।
নতুন করে আর কোন প্রতারণার জাল বিছাবে?


নতুন করে সে, কোন অস্ত্রে খুন করার ভয় দেখাবে?
ভালোবাসার প্রলোভনে ভোলাতে না পেরে,
জীবনের জীবন ভিক্ষা চেয়ে,অভিনয়ের ফাদ পেতে;কেদে,
রাখির সুতোয় আট সাট করে বাধা
রক্তসঞ্চালন বন্ধ করা সংসারে,
চালিয়ে গেছে যে দুই যুগ ধরে;
বিবাহ-ব্যাবসার মুনাফা


নতুন করে আর কত উপেক্ষা অবহেলায়
জর্জরিত করবার ইচ্ছে?
বধ করা মৃত লাশটিকে জীবিত'র মত সাজিয়ে;তার সাথে
মঞ্চায়ণ করে গেছে;অনেকে,বিবিধ নাটকের নানান চরিত্রে।


ঋণাত্বক সব অলংকার; উপহার পাওয়া তো হয়েই গেছে!


মনের সাধনায় যদি রেখে থাকো
তবে এগিয়ে এসে; হাত দুটো ধরো!
হাতের মুঠোয় তুলে নিয়ে ব্যর্থ এ জীবন,
পারলে আমায় দিও;সত্যিকার ভালোবাসায় মরণ