মেঘকে ভালোবেসে;কালবোশেখী ঝড়ও প্রিয়,
প্রিয় তার- কালো রঙ,কবিতার উত্তরীয়।
নববর্ষের সূচনা কাল,মনেতে দারুণ ত্যাজ!
লাল ঘোমটায় বধূ হতে সাধ,জবা'র আজ
                            লালে-লাল সাজ!


বৃষ্টি ভালোবাসে না জবা,
চায় না- মেঘের সরে যাওয়া।
শুনতে চায় না- রিমঝিম বৃষ্টির গান,
দু'হাতে ঢেকে রাখে- দুই কান।
দরজা জানলা আটকে রাখে,বৃষ্টি যেনো না আসে।
মেঘ ভারি হলে,বৃষ্টি নামবে বলে;
জমতে দেয় না কিছুতেই- মেঘের অভিমান।
নিজেই কান্নার জলে,মেঘকে গলিয়ে ফেলে!


প্রতি বৈশাখ এলে,
লাল টিপ রেখে যায় মেঘ- জবার জন্যে;
                         ওই ঈশান কোনে।