দ্বিপ্রহর,
জ্বলজ্বলে মধ্যরাত!
মৃয়মান- নক্ষত্র,চাঁদ
দেদীপ্য একক,অবিসংবাদে


থিতু আকাঙ্ক্ষা,দহন
ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে পীড়ন
সমর্পিত অন্তরাত্মা;ধ্যান,
বিলুপ্ত অশান্ত ঝড়,তারই কারণে


মানুষের কী আর সাধ্য থাকে;
পর হয়ে যায় যদি কেউ,এ মর্ত্যলোকে?
হয়ে গিয়ে;সম্পূর্ণ তাঁর,বিলুপ্ত আমিত্ব,
প্রণতি পাতে