তাড়া করা মন;যে রহস্য উন্মোচনে মরুগামী,
কাঁটার পোশাক চিড়ে;বলেন সাধক মনসা-ফণী,
         - আমার চেয়েও অধিক খরায় কী তুমি?
    এ জলের দান নিতে;সর্বাগ্রে প্রার্থী যে আমি!


সবুজে শ্যামলিমা,ঐশ্বর্যে নীলিমা
অপার সৌন্দর্যের আধার যে দেশে,
মনপোড়া খরায় কেন যে সে থাকে
                            এমন বিষাদে?
ডুবে রয় কোন মিথ্যে হতাশায়,
                             কোন দোষে?


দাবানল পেলে;নলখাগড়া পোড়ে;ইচ্ছে ভুলে,
কতখানি কে পোড়ে;সেটাও বিষয় নয়,
পুড়বার সাধ;তাই পোড়ে বোধ হয়!
আগুনে যেমন হাত রাখে কেউ স্বেচ্ছায়,
কেউ আবার মরে যায়;সুখের মরণ মেনে
                            ইচ্ছে মৃত্যু হেনে।


ছাই হয়ে যায় সবুজ!
অকালে আসে পরিপক্ক বোধ,
কেড়ে নিয়ে তার সুখী হওয়ার তাবৎ রসদ।


সৌভাগ্য ভাবছো তার,অর্জণ যার?
সাধনা বিনা চোখে রাখা চোখ;যা দেখে,
তা আসলে মীনাক্ষি,ভাষা মৃত!
স্পর্শও যদি ঘটে কদাচিত;অনুচিত,
শবদেহে হাত রাখার মতো,হীম দেহ!


অতঃপর তাদের কেউ-ই
মরুনদীর কাম্য নয়।