কাকে প্রেম বলে?


যাকে প্রেম ভেবে স্বপ্ন দেখো রোমান্সে,
তাকে না পেয়ে;অন্য কাউকে;কী ভাবে জড়িয়ে ধরো তবে একই প্রেমময় দৃশ্যে?
মুগ্ধ মাদকতায় তার জন্য যদি-বা
স্বপ্ন ভর না করে আঁখিপাতে,
ভালো না বেসে;সুখ নেমে আসে বুঝি দোহেতে?
কেন বারংবার সফলতা খোঁজ তবু;বহু নারী জয়ে?
এ কেমন বিকৃতি!?
মানুষ কেমন করে হয় কেঁচোর অনুকরণে উভপ্রকৃতি


একই শব্দ-প্রেমে,বহু জনে;আবেশ যে রচে বহুবার
সে মানুষটিই আবার কোন সে ব্যর্থতায়
ডুকরে কাঁদে;অগোচরে?
মদের গেলাসে,নেশায় ভ্যাং এ
কোন সে তৃপ্তি খোঁজে লোকে? যা বিনে
শান্তি মেলে না- অর্থে বিত্তে;মদে মাংশে!
শান্তি তবে কী-সে?
অতৃপ্ততার অশ্রুতে যে সত্য মিশে থাকে,তাতে ?


দেখো কার নয়ন-বারি;থেমে গেছে,ঝরে না গিয়ে?
তোমাদের অশ্রুপ্রিয়তাকে দায়ী করে;মুদেছে
কোন সে ব্যাকুল চোখ?
কেন ফিরিয়ে নিয়েছে,আবেগ সজল
সেই সে প্রেমের আকুতি?
মিনতি ভরা যার রোদন;আগলে দিতো
একদা চলার পথ,সে কেন আজ
তোমাদের মিথ্যাচারে অমন বিমুখ?
সেই অস্থিরতা চপলতা কেন আজ তবে সুস্থির?
তখন যা ছিল,তা কী মিথ্যে ছিল?
তখন সে যেমন ছিল;তা-তে কী ভুল ছিল?
তবে কেন তাকে বেঁধে রাখা কেবলই শব্দ-ফ্রেমে?
খুব ভালো মানুষদের বুঝি জীবনে;
প্রেম পাওয়া বারণ?
তারা বুঝি দুধ ভাত খেলোয়াড়ের বেশে
তোমাদের লীলা খেলার দর্শক?


তোমরা নেবে আর সেই কল্যাণ লাভের
স্বীকৃতি দেবে না,তা কী হয়?
একইভাবে কী প্রকৃতিও তোমাদের প্রতি বিরূপ নয়?
সব দায় এড়িয়ে, তোমরাও কী ভালো থাকো?
যে নিয়তির দোহাই দিয়ে;অমন সটকে যাওয়া,
সে নিয়তি অভিমুখেই হউক তবে
সকল প্রেমের পরিণতি,
মিথ্যেময় দেখি;মানুষে মানুষে প্রেম,
হে সমগ্র পৃথিবী!