ফুল না পেয়েও বেচে থাকে যে মর্যাদা,
আয়ুষ্কাল ধরে রাখে তার সুসময়।
নিয়তি মেনে,পিতার পদাঘাত বুকে সয়ে,
পিতারই মান অক্ষুন্ন রেখে;যে অসাধ্য সাধন,
ফুলসজ্জাবিহীন ফুলশয্যার রাত হতে আজতক;
ক্লান্তিহীন,যাপিত সংগ্রামী জীবন।


না কাটুক- আদর,সোহাগ ও প্রেমে
না জাগুক- তনু মন;ভালোবাসার কাপনে,
হৃদস্পন্দনে জাগা সহজাত যে আনন্দ,
দোষের কিছু তো নয়!


কেটে যায় দিন-
যেনো তেনো,যে কোনো ভাবে-
কেটে যায়- - -
প্রেম কি থাকে না তা'তে?
থাকে।
ভালো কি বাসে না কেউ-ই?
বাসে।
কেউ না কেউ প্রেম ভালোবাসা দিয়ে
বাচিয়ে তো রাখে,রাখে।
আপন পর সম্পর্ক সম্বন্ধ সেখানে বিষয় নয়।
যে বুঝে,সে ভালোবাসে,
ভালোবাসা পায় ও সে।


ভালোবেসে ফুল দাওনি যদি-বা,না দিলে!
ফুল দিতে এসো না তবে আর- সমাধিতে।
অভিশাপ দেয়া আছে তা'তে।
যে সমাধিতে ফুল দিবে,
তাকেই নীল হতে হবে সেই যন্ত্রনার বিষে।
সাদা কাফনে;মোড়াতে এসো না-সুরের লাশ,
কবিতার মোড়ক উন্মোচনের মতো-
তারও নেই কোনো-আবেগী আয়োজক পাশে।


যত্নে জড়িয়ে নিতে চাইলে,নিক-
জলের কফিন-
       বিধৌত সোনার তরীকে,      
অংগীকার পূরণে সাজাতে চায় যদি কেউ,সাজাক-
জল চুরি,জলোংগুরী,জলের শাড়ি পরিধানে,    
                   স্বচ্ছ ঢেউয়ের অলংকরণে।


সলীল সমাধি পাতা আছে,পেতে -
ফুলসজ্জা বিহীন ফুলের-
               আরেক ফুলশয্যাতে।