লালসার চাদর জড়িয়ে,এসেছে বৈশাখ
চৈতালী রাতের;জোছনাকে উপেক্ষা করে।


সেই থেকে চাঁদের আদলে বলিরেখা,
বিরহের আঁচড়।


নব্য রাধা বানানোর ইচ্ছেতে- কৃষ্ণ,
বাঁশিটি বাজাতে নিমগ্ন- নতুন সুরে।


ভুলে গেছে সেই- হৃদয়পুরের মৃদুলাকে,
কল্পনায় এখন- আনকোরা চাঁদ,নতুন বছর।