নমিতার প্রেমিক এবং স্বামী,
            দু'জনই সমকামী,
আবার নিজেদের পুরুষ প্রমানে
            উভয়েই বহুগামী।
দু'জনই বেশ কাঁদতে পারে!
ঠিক নারীদের কান্নার মতন,
               ঝর ঝর করে!
নোনা নদী গড়িয়ে যায় যেমন,
         তাদের কান্নাও তেমন-
গড়ায়- নানান পাহাড়ে;আছড়ে।


ওদের অনেক গুন,আবেগের পসরাও বেশ!
দু'জনই এক রাতের প্রেমিক,এভাবেই প্রেমিকা অনেক!
প্রত্যেকের কাছে;আলাদাভাবে-
দু'জনই- মহাপুরুষ!
দু'জনেরই পরোক্ষ দাবী;
নমিতা ভালোবাসে একতরফাভাবে।
যদি তা-ই সঠিক,তবে ওরা কাঁদে কেনো?
কোথায় তাদের ব্যর্থতা,অপারগতা?
অথচ জানে না কেউ-
দু'জনেরই বলা সেইসব-ইনিয়ে বিনিয়ে কথা,
                            শব্দপ্রেম,ছলা কলা।


নমিতা হাসে খিলখিলিয়ে;বুঝদার হাসি,
সে হাসিতে পলাশ নমিত,লাজ রাংগা বাঁশি!
নমিতার ভোর দেখে- দ্বিখণ্ডিত সূর্য,
স্বামী আর প্রেমিক দু'জনই সমকামী মাদী,
পুরুষে পুরুষে প্রেম,পুরুষই তাদের প্রেমিক।