একটু পর কথা বলি, বলো শুধু পরে,
বিরক্ত মনে করো, রাখো দুরে সরে।
পরে পরে বলে শুধু রেখে দাও বাঁকী,
তবু আমি ভালোবাসি নাই তাতে ফাঁকি ।
বোঝোনি কখনো তুমি, মনটা কেনো পোঁড়ে-
কেনো এতো অবহেলা; করে যাও মোরে ?
দিনেতে পাওনা সময়, রাতে অবসর-
রাতেও দাওনা সময়, মনে করো পর !
অজুহাত খোঁজো তুমি, থাকো দুরে দুরে-
তবু মন কাছে ডাকে সেই সুরে সুরে ।
যে ক'দিন বেঁচে আছি ভালোবেসে যাবো,
হিসাব করবো না আর, কত খানি পাবো !
যত কথা জমা আছে, বলবো যে তোমারে -
ক্ষণেক সময় দিও একান্তে আমারে !


( প্রিয় পাঠক- ক্ষমাসুন্দর  দৃষ্টিতে দেখবেন, সনেট লেখার প্রয়াস মাত্র )