তিলোত্তমা ওই যে দোলে,
দুর আকাশে মেঘের কোলে।
খুঁজবো না আর আমার দেশে,
আপন মনে ভেলায় ভেসে।


তাঁহার যত চাওয়া ছিলো,
আজ বেদনায় দেখা দিলো।
যত স্মৃতি ছিলো মনে,
রেখে দিলাম কদম বনে।


প্রদীপ জ্বেলে সন্ধ্যা সাঁঝে,
কুলুপ দিলো মনের মাঝে।
কষ্ট যখন বেশী লাগে,
তাঁরে দেখি আমার আগে !