দিনের বেলায় চাঁদের আলো রাতে ওঠে সূর্য,
আজব দেশের মানুষগুলো তাই বুঝি মূর্খ।
রাক্ষস বোয়াল উড়ে বেড়ায় ঠান্ডা জল ছেড়ে,
আজব দেশের জলজ প্রাণী রুজি নিচ্ছে কেঁড়ে।
কাননে কুসুম শুকিয়ে যাচ্ছে পুষ্প নাহি ফোঁটে,
গারদবাসে মানবতা আজি দিক ভূলে ছুটে।
চড়ুই ঢোকেনা চালের নীচে জলে বাস করে,
অসময়ে স্নিগ্ধ অবেলায় তাজা প্রাণ ঝরে।
সোনার দেশে সোনার অভাব কে বোঝেরে আজি,
সোনার ছেলেরা বেকার বলে, বলে সবে পাজি।
এমন দেশের করুণ কথা বলি কার কাছে,
বলতে গেলে উত্তম-মধ্যম দিতে পারে পাছে।