বছর খানিক অতীত হয়েছে তবুও পরাণ পোঁড়ে,
পুরোনো দিনের করুণ কাহিনী বল’ব কেমন করে ।
তবুও বলছি একাকীনির কথা ছল্ ছল্ দুই চোখে,
দীর্ঘশ্বাস ফেলিয়া বল’ত প্রিয়া, আমায় রেখো গো বুকে ।
অভাগীর মনে যখন ছিলো করুণ কথার স্তুপ,
পৃথিবীর বুকে পায়-নি খুঁজিয়া রাখার মতন কূপ !
আমায় খানিক ভরসা কর’ত বিশ্বাস কর’ত ঢেড়,
আমিও রাখিতে পারিনি তাঁহারে ফিরিয়ে দিয়েছি ফের ।
আমার কথায় নিরাশ হলেই ধর’ত আমার হাত,
ক্ষণিক বাদেই বল’ত হাসিয়া এই বুঝি গেল জাত ।
মনের আবেগ যায় না লুকানো বুঝ’ত পাষাণ টাও,
পাথরের মত শক্ত হৃদয় ফিরিয়ে সে দিত তাও !
তবুও অভাগী ডাক’ত বসিয়া জানালার কাছে এসে,
পাগল পারা পাষাণের হৃদয় দেখ’ত তাঁহারে বসে ।
আঁধার নিশিতে পূর্ণিমার মত তাঁর চাঁদ মুখ খানি,
ঝরিয়া পড়িত মুক্তার মতন দুই চোখ থেকে পানি ।
অনেক পুরোনো এই কথাগুলো কেন বাজে আজ কানে,
একটা বছর হয়ে গেছে; তুবও কেন চাই তাঁর পানে !


  - নওগাঁ ( ২৯। ০৭। ২০২১ ইং ) ।