জবার মনে উঠেছে ঝড় তাই বসেছে কুঞ্জে,
কেমন করে পৌঁছাবে হায় উজান দিকের গঞ্জে !
উতালা ঢেউ উঠেছে হায় দীনো হীনের ভিতর,
বাঁধ সেঁধেছে গাঁয়ের কিছু বদমাইশ আর ইতর ।
ফুল বেঁচে হায় খাবার জোটায় কঠোর পরিশ্রমে,
তবু স্বামীর মন ভরেনা ব্যথা শুধু জমে !
অভাবের সে সংসারেতে বেঁধেছে ঘর-বাড়ী,
কথায় কথায় ঝগড়া বাঁধে ধরে শুধু আড়ি।
ভয় করোনা, ভয় করোনা- ওহে ফুলের রাণী,
তাকাও একটু শূন্যের দিকে ছাড়ো তোমার বাণী।
নারী তুমি মায়ের জাতি অনেক অনেক দামী,
তাকায় আছে তোমার দিকে তোমার অন্তর্যামী ।