ঘুমের ঘোরে জীবন কাঁটে দেন না তিনি বাঁধা,
খোয়াবের দুনিয়াটা একটা গোলক ধাঁ ধাঁ।
মায়ায় ভরা জীবন পেলাম অন্তর্যামীর দানে,
রঙ তামাশায় সময় কাঁটে বুঝিনা তার মানে।
একদিন আমার পালনকর্তা ডেকে নিবেন কাছে,
যেতে হবে মর্ত ছেড়ে থাকবে না কেউ সাথে।
অহর্নিশি কাঁটায় যদি সঠিক নিয়ম মেনে,
রোজ হাশরে আরশ ছায়ায় নিবেন তিনি টেনে।
হুকুম দিবেন মালিক আমার আরশেতে বসে,
একনিমিষে হাজির হবে ফেরেস্তারা এসে।
তবু কেনো ভাবনা করি বসে দিনে রাতে,
দম ফুরালে মারা যাবো চিন্তা কিসে তাতে !