মনের অনেক কথা মনেই রয়ে যায় তো,
বোঝার এমন কেউ পাশে এখন নাই তো।
চোখের আড়ালে সে মনের আড়ালে নয় তো,
একটু দূরেতে আছে ভালোই আছে হয় তো।


রাতের আঁধারে এসে চুপিচুপি ডাকে মোরে,
বোঝাতে পারেনা বলে হাত ধরে টানে জোরে।
আপনার আপন সে পরের কেউ নয় তো,
মনের মানুষ সে পাশেই বসে রয় তো।


লুকোচুরি খেলা করে সঙ্গপণে কাছে আসে,
চির চেনা তাঁর সেই অপরূপ ওই সাজে।
এক সাথে চলি তবু হাত ধরা হয় না তো,
ভয় ডরে চলে সাথে সেও কিছু বলে না তো।


আড় চোখে চেয়ে থাকে অপলক নয়নেতে,
চোখে চোখ পড়ে যদি মুুখ ঢাকে সে লজ্জাতে।
বার বার ডাকে শুধু ধরা আর দেয় না তো,
মন খুলে সেই কথা একবারো বলে না তো ।


( গীতি কবিতা, মাত্রা- ১৬ ) ।