মঞ্জুকেশী_ বলি বলি হয়'না যে আর বলা,
হোক'না শুরু এখন থেকে হাতটা ধরে চলা !
মনের ভিতর অনেক কথা আছে রাখা জমা,
আজকে বলি কালকে বলি হয়'না বলা রমা।
তোমার রূপে মুগ্ধ আমি তোমায় লাগে ভালো,
কেমনে বলি তুমি আমার দুই নয়নের আলো_
তোমায় ছাড়া অন্ধ আমি দেখি শুধু কালো_
আঁধার ঘরে একটুখানি আলোর প্রদীপ জ্বালো !


লম্বা কেশের সুবাস পেয়ে পাগল হলাম আমি,
যেদিক তাকায় সেদিক শুধু তুমি'ই আর তুমি।
দেশ-দেশান্তর খুঁজে মরি পাইনা খুঁজে তোমায়,
সময় পেলে একটু খানি দর্শন দিও আমায় !
যাযাবরের হিয়ার মাঝে তোমার নামটা লেখা,
তাই'তো আমি চেয়ে আছি কখন দিবে দেখা।
খুঁজতে খুঁজতে পথ হারিয়ে এখন বানে ভাসি,
হৃদয় থেকে বলছি আমি; তোমায় ভালোবাসি।


তোমায় পাওয়া নয়'কো সোঁজা এ কথাটা জানি,
বরাত- সে'তো; খোদা লেখেন সে কথাটাও মানি।
তাই'তো হৃদয় আজো আছে তোমার জন্য খালি,
পড়তে দেইনি আজো তাতে কলঙ্কের সে কালি।
কুঞ্জবনে ঘুরবে যখন নীল শাড়িটা পড়ে,
প্রজাপতি হয়ে আমি বসবো আঁচল ধরে_
এ আশাতে রাত্রি কাঁটে দেখে উল্কা-তারা_
জেগে জেগে স্বপ্ন দেখি দিবে হয়'তো সাড়া !