সেদিনের চিঠিতে বোঝনি আমার আকুতি,
তুমিও তো তারপরে আর জ্বালোনি সেজুতি।
সেদিন লেখা চিঠির মাঝে ভেঙ্গে ছিলো নিপ্,
লেখা হয়নি যে তখন পড়বো না'কি টিপ্ ?
নিশিতেই হয়েছে মোর জ্বর- সে কি'যে কাঁপন,
তোমায় নিয়ে দেখেছি আজ ভয়ের স্বপন।
সাগরে ডুবে হারালে তুমি হলো যে মরণ,
দিবাকরও বাঁধ সাঁধিল থামালো কিরণ !
অপেক্ষায় বসে আছে মন বলবে তা কখন,
দুপুর এখন ; কখন যে - আসবে সে ক্ষণ !
বড় সাধ বিকেলের রোদে বসবো যে দু'জন,
হাতে হাত রেখে বলবে তুমি- আমার স্বজন ।