ওগোও সীমন্তিনী সুরের রাণী_
আজও কেনো তুমি এতো অভিমানী !
যা কিছু ছিলো আমার সঞ্চয়ে,
উজার করে দিয়েছি নিজেকে কাঁদায়ে।
বাঁকী নেই আর কিছু পোড়া অন্তরে_
তবুও তোমাকে রেখেছি এ হৃদয় মন্দিরে।
হারালে তুমি সেই গোধূলি বেলাতে,
এখনও মন কাঁদে বিরহ ব্যথাতে।
পাবোনা জানি খুঁজে ভালোলাগার সে তিথি,
কেমনে ভূলি বলো সে সুখের স্মৃতি !