মাঝে মাঝে উকি দেয় প্রিয় সেই মুখ,
সে আমার প্রেমেশ্বরী অমূল্য ধন।
এত দেখি তবু কেনো ভরেনা এ মন,
কেমনে সারাবো হায় এমন অসুখ !
পাহাড়ের ভারে আজি ভরে গেছে বুক,
অশ্রু ঝরায় শুধু তিয়াষ নয়ন !
সারাক্ষণ কাঁপে বুক দেখিলে স্বপন,
কোথায় রাখিব বলো আমার এ দুখ !
জ্বলে যদি কোনো দিন আশার প্রদীপ_
তরণ ভাসাবো তবে সাগরের জলে,
এই আমার আকাঙ্খা বলতেছি এবারে !
যেখানেই পাবো খুঁজে নিরিবিলি দ্বীপ_
সেখানেই বসবো দু'য়ে তরুলতা তলে,
রঙে রাঙা হাতটি রেখে হাতের উপরে !


- সনেট কবিতা ।