সকালে ভোরের পাখি ডাকে
পূবাকাশ লাল হয় রবির কিরণে
কচি পাতায় আলোর মাখা-মাখি।


ঠিক তোমার ছন্দময় নরম আঙুল
যেন, আলু-থালু এলো চুল  জুড়ে
আনমনে নিরিবিলি কাটে আঁকিবুকি।


কোমল স্নিগ্ধতা এক ভুবন বিছিয়ে
স্বপ্নেরা ঘাসের ডগায় ঝিকি-মিকি
নদী বয়ে যায় তার আপন গতিতে।


এরই মাঝে একা এক পাতা ঝরা গাছ,
বিপুল শুন্যতা ভরা ধান কাটা মাঠ
মন ভার, কুয়াশার অতীত স্মৃতিতে।


ভোরের আবেশ শেষ হলে,
জানি! এই আবছায়া সরে যাবে,
কেটে যাবে একাকিত্ব শূন্যতার ঘোর।


নতুন দিনের আগমনে; শূন্য মাঠ
ভরে যাবে নতুন ফসলে; পাতা ঝরা গাছে-
আনবে নতুন পাতা আগামীর ভোর।