হাওয়ায় ভেসে সুতোয় বাঁধা
ছিপ-ছিপে এক ঘুড়ি,
পিছু টানে নীল আকাশে
নিত্য ওরা-উড়ি।


যেতাম উড়ে আরও দূরে
এই ভেবে রোজ কাঁদা,
লাটাই পরে আমার পথ যে
সুতোয় আছে বাঁধা।


এক দিন তাই দিলাম খুলে
সুতোর বাঁধন খানি,
ছিন্ন সুতোয় গোঁত্তা খেয়ে
পড়ল অভিমানী।