ঝড়ের সাথে; মন ছুটেছে খড়-কুটো
নুনের সাথে ভাত জুটেছে এক মুঠো।


আঁধার রাতে আলোয় ঝরে মোমবাতি,
নব বঁধুর ভাত-কাপড়ে বউ-ভাতি।


আদর পেয়ে মন টুপ-টুপ আল্হাদি,
সাঁতার কেটে মাছের সাথে পাল্লা দি।


একলা পেয়ে জলের বুকে চাঁদ ভাসে,
বহু দিনের পরে ফিরবে আজকে সে।।


------------------------------


**সাধারণত: স্বরবৃত্তকে আমরা ছড়ার
ছন্দ  বলি। এখানে মাত্রা বৃত্তে ৫+৫+৪ এর
ছন্দে একটা ছড়া লেখার চেষ্টা করলাম