ঠিক যেমন ক'রে,
মেঘেরা ঝরে পড়ে-
বৃষ্টি হয়ে।


বরফের মুক্তি ঝর্ণায়,
আর...
ঝর্ণা, নদীতে।


ভাবনার পরিধির শেষে-
নদীও সাগরে গিয়ে মেশে।
সেখানেই প্রজ্ঞার উদয়!


অনুভব করা যায় সেই যন্ত্রণা,
যেখানে ভাষারা নির্বাক।
নির্বাক ভাষা-
চোখের জলে ঝরে।


অব‍্যক্ত ইচ্ছারা-
ডানা ঝাপটায়; মুক্তির স্বাদ?
সেতো প্রকাশেই মেলে।


ক‍্যানভাসে রঙ লাগে,
খাতার পাতায় কলমের আঁচড়।
বয়ে চলে লাল-নীল রঙ।


বর্ণহীন অন্ধত্ব-
দৃষ্টি ফিরে পায়!
ইচ্ছের মুক্তি চাই, মুক্তি চাই,
মুক্তি ভীষণ।


কবিরও কলম বয়ে চলে।
অব‍্যক্ত প্রজ্ঞার মুক্তিতে-
লেখারা কবিতা হয়ে ওঠে।
কিশলয় দুটি পাতা খোলে,


এবং...


জন্ম হয় একটি কবিতার।