সবার আগে এগিয়ে যেতে হবে,
আরো একটু জোর পায়েতে চলো।
মেতেছে সব চলার উৎসবে
সবাই শুধু পায়েতে পথ দলো।


চলতে গিয়ে পিছন ফেরা মানা,
হঠাৎ পথে একটু যদি থামো-
হতেই পারো ব্যর্থ ষোলো আনা,
তখন শুধু সিঁড়ির থেকে নামো।


থামবে তুমি? উপায় কোনো নেই,
তোমার পিছে যে জন আছে বসে-
দেখবে চেয়ে, এগিয়ে গেছে সেই,
পিছিয়ে তুমি যাবে নিজের দোষে।


অলস তুমি, তোমায় বলা বৃথা!
তোমার মতো ছিলাম যবে আমি-
কেমন আমি ছিলাম, জানো কি তা?
ওঠো, সময় সবার থেকে দামি।


এমন ধারা, শুনছে শিশু রোজ-
হতেই হবে সবার থেকে সেরা,
মনের তার রাখেনা কেউ খোঁজ,
জীবন যেনো, বই দেয়ালে ঘেরা।


গান-বাজনা? সময় অত নেই,
কবিতা লিখে করবে কি, তা বলো!
জিততে হবে জীবন যুদ্ধেই,
কাজেই এসো, বই পড়বে চলো।


শিশুর মনে রেলের গাড়ি চলে,
নদীর পাশে ছুটছে মাঠ-ঘাট।
শৈশব তার পরণ-কথা বলে-
একটু না-হয় থাকলো পড়া-পাঠ।


কি হবে আর সেরার সেরা হয়ে,
বরং এসো মানুষ হয়ে ওঠো।
ইঁদুর দৌড়ে সামিল-টি না হয়ে-
বাগান জুড়ে ফুলের মতো ফোটো।


**মাত্রা বৃত্ত