পড়ন্ত শীতের ছোঁয়া লাগা নরম রোদ্দুর গায়ে
মেখে; এক ঝাঁক পাখি শূন্যে ভেসে ভেসে
উড়ে যায়; কাঁটা তারে ঘেরা সীমান্ত পেরিয়ে, বাঁয়ে-
যেখানে বনানী সব নীলাকাশে মেশে।


অধিকার বোধে, এক সীমানার অধিকার গড়ে
মানুষ নিজেই তার বেড়া গড়ে তোলে।
ছাড়পত্র শুধু এক টুকরো কাগজ হয়ে ঘোরে
এপার ওপার তাতে থেকে থেকে দোলে।


পদ্মা-গঙ্গা ছিল এক পাড়ে; এক হৃদয়েতে মিশে
খালে বিলে সাদা বক, শাপলার ফুলে-
হারানো শৈশব, সব বেড়ার ওপারে ভিন দিশে,
একদিন এই সব জানি যাবে ভুলে।


কবেকার সীমানার বেড়া ওঠে কাঁটা-তার বেয়ে
ভিটে মাটি সব ছেড়ে দিয়ে অবশেষে
এক ভাষা, তবু তার মাঝে কাঁটা-তার থাকে চেয়ে,
কবেকার দেশ ভাগ তোমাদের দেশে!