রাশি রাশি মানুষের
চেনা জনস্রোত,
চেনা চেনা দু-একটা পরিচিত মুখ।
প্রতিদিনের ভিড়ে মিশে
প্রতিদিন আসা,
জীবন, জীবিকা, ভালোবাসা।
কোলাহলে কল্লোলিনী
আমার জীবিকা কোলকাতা।


পরিশ্রমে পরিশ্রান্ত,
ঘড়িতে সময়ের তারা।
রাস্তায়, দোকানে, অফিসে-
উপচে পড়া ভিড়ে
রেস্টুরেন্টে ভুরিভোজের আড়ালে
অভুক্ত পথ-শিশু আজ ও কাঁদে।
তুমি দেখেও দেখনা।
ধিকি ধিকি জ্বলো কোলকাতা।


হাইকোর্টের কাছে, আগাছায় মোড়া
জবচার্ণকের সমাধি-
একা রাত জাগে।
ইতিহাসের পাতা উল্টে-
জেগে ওঠে গোবিন্দ পুর,
জেগে ওঠে সুতানাটি,
আর জাগো-
তুমি কোলকাতা।


ঐ তো বনিকের দল,
ঐ তো যুদ্ধ,
ঐ তো কামানের গোলা,
ঐ ট্রাম গাড়ি ঝনাঝন।
বনিকের মান দণ্ড-
হলো আজ রাজ্ দন্ড,
হলো সব সম্পদ লুণ্ঠন।
আহা! লুন্ঠিত কোলকাতা।


ভিক্টোরিয়ার গাছের নিচে
প্রেমিকের স্বপ্ন অবিরল।
একাডেমি-নন্দনের আড্ডায়
অথবা বাবুঘাটে পরন্ত বিকেলে,
দগ্ধ্ দিনের শেষে
স্নিগ্ধ্ রোদ, নরম-শীতল।
আমার অন্নদাতা, ভালো থেকো
আমার কোলকাতা।