দিন-দুই হবে, বৃষ্টি হয়েছে আবার
চড়ুই পাখিরা ধান খেয়ে গেছে উড়ে,
নতুন খবর আছে কি, কিছু পাবার?
চলে গেলে যদি, ফিরে কেন এলে ঘুরে?


এখানে আবার দূর্বা ভরাবে উঠোন
মরেনি শিকড়, মেটেনি মনের আশ,
পূর্ণ হবে কি এবার শরীর গঠন?
রৌদ্র এনেছে কিছুটা তারই আভাস।


কাচ ভাঙা মন, রক্তে ভেসেছে হৃদয়,
ঘুন পোকা শুধু ভিতরে ভিতরে কাটে।
পিছন ছাড়েনি তাই, কিন্তু-র সংশয়–
আবার কেন-যে সেই, জড়ানো বিভ্রাটে?


আকাশের কোনে এক খানি মেঘ এসে-
রেখে গেছে আজ তার শান্তির প্রত্যাশা,
অনেক পথের পরে ঘুরে অবশেষে–
পরিণতি পায় যদি, জীবন জিজ্ঞাসা।


যদিও এখানে আজ ধূসর এ মাটি,
সকল ফুলের গন্ধ গেছে অস্তাচলে।
তবুও ও-কালো মেঘে বৃষ্টি পরিপাটি
নীড়ে ফেরে পাখি এক, অন্ধকার হলে।


**অক্ষর বৃত্ত ছন্দ