এখানে  সকল পথ শেষ।
জীবনের চাওয়া পাওয়া
ব্যথা, যন্ত্রণা
প্রশংসা, বিলাপ, ভালোবাসা,
এখানে সবাই নিরুদ্দেশ।


আমরা সবাই শুধু চলি।
ছোট ছোট দুঃখ -সুখ
উঠনে তুলসী গাছ
ছাদের টবে গোলাপের চারা
আর...
নশ্বর দেহ নিয়ে
শুধু জীবনের-ই কথা বলি।


এখানে রঙেরা অর্থহীন
ভাষা, ধর্ম সকলই অচল।
দ্বিধা-দ্বন্দ, শোক-তাপ নেই।
থেমে যায় পৃথিবীর
জন কোলাহল।
রাত্রি শেষ হলে,
সূর্য রাঙা ভোরে-
বাসি ফুল বৃন্ত থেকে খসে।
পরম মুক্তির স্বাদ,
আলোর গোলাপ হয়ে হাসে।


এখানে প্রাণের ওপারে,
সব কিছু আলোতেই লীন।
রাত-দিন সব একাকার,
তোমরা কেঁদোনা মিছে
আর...
আমার রাতের শেষে-
সূর্যের উদয়ে,
আমাকে যেতেই হবে
গন্তব্যের পথে।


পড়ে থাক স্মৃতি-ভালোবাসা,
বাড়ি-ঘর, তুলসীর গাছ,
আর...
প্রিয় গোলাপের চারা।
তোমাদের বিদায়ের পালা।
আমি আজ প্রাণের ওপারে,
তবু...
আমার স্পর্শ পাবে-
জল রঙা ছবিতে,
ধূষর কবিতার খাতায়।
আমায় অনুভব করবে-
টবে রাখা গোলাপের
পাতায় পাতায়।