সকল কাজের মাঝে প্রয়োজন হীন হয়ে থাকা
একান্ত অকেজো হয়ে কবে কোন গুহার আঁধারে –
কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা গুলো প্রজাপতি হয়ে মেলে পাখা,
সৃষ্টি সুখ ভেঙে দ্যায় ভাষাহীন পাহাড় বাঁধারে।


সেই কবে থেকে, কর্ম ব্যস্ত মধুমাছি বেঁধে চলে–
বাসা তার, অন্তহীন এক ছন্দ, সুর-তাল, 'লয়ে।
আলতামিরা শৈশব, গুটি গুটি কত কথা বলে
অপার্থিব অনুভূতি মুক্তি পায় অবাধ বিস্ময়ে।


অর্থহীন সরলতা, ছলচ্ছল নদীতে ঝর্ণায়-
শ্যাওলার সজীবতা অকারণে নুড়িতে জড়ায়।
দুর্বোধ্য রূপটান, বিমূর্তক আঁধারের মতো
শুধু আকর্ষণ করে, ঘুমন্ত স্বত্তারা জেগে ওঠে।
অবাধ্য বাতাসে ওড়া এলোমেলো চিন্তাধারা যত-
একটি -দুটি ছবি হয়ে রাতের তারার মতো ফোঁটে।


*অক্ষর বৃত্ত - মহাপয়া (সনেট)