জানি না লিখব কিসে
বাগানের দূর্বা ঘাসে
গাছেদের পাতায় পাতায়
আকাশের তারায় তারায়
ধানের ঐ সবুজ শীষে
লিখে যাই এক নিমেষে।


এ গহীন বন-বিতানে
জীবনের ছন্দে-গানে
পাখিদের ডানায় ডানায়
নদীদের কানায় কানায়
লিখে যাই দুঃখ-সুখে
ফুলেদের রঙিন বুকে।


রাতের ঐ আকাশ তলে
জোনাকি যেমন জ্বলে
কচুরির পানায় পানায়
খাবারের দানায় দানায়
কথারা সবাই জুটে
কবিতায় উঠছে ফুটে।


আহা! ঐ নীল আকাশে
এ-মনের আশে-পাশে
সাদা মেঘ যায় যে ভেসে
যেন কোন নিরুদ্দেশে
আমারও ইচ্ছে-ডানা
মেলবার নেইতো  মানা।


যেতে চাই তেপান্তরে
স্বপ্নের ঘোড়ায় চড়ে
রাক্ষস ধরলে পাছে
ভরসার কলম আছে
লিখে যাই লেখার তরে
আমার এই জীবন ধরে।


তোমাদের লাগলে ভালো
এক দিন জ্বলবে আলো
শুধু এক সেই আশাতে
লিখে যাই এই ভাষাতে
আমার এই মনের কথা
হোক যদি হয় কবিতা।