কথার উপর কথা জুড়ে, কথার শরীর বেয়ে–
সকাল বিকাল হাঁটা-চলা, চলছে কেমন বেশ,
শব্দে গড়া চিত্র কল্পে ভাবনারা সব মুক্তি পেয়ে–
স্বপ্ন মায়ার সোনালী ছোঁয়ায়, আজকে নিরুদ্দেশ।


গাঁথতে গাঁথতে শব্দ মালা, বিন্দু বিন্দু আলো হয়ে–
জ্বলছে-নিভছে, অনুভবে ছড়িয়ে পড়ছে ধীরে।
আবার কখন, একটি ছুটে হাওয়ার মতন বয়ে–
এসে, উথাল-পাথাল ঢেউ, আছড়ে পড়ছে তীরে।


কোথাও আবার শস্য ক্ষেতে মাঠের বুকের নিচে,
সজীব জীবনধারা বইছে, মাটির ধমনীতে।
স্বপ্ন কিছু জড়িয়ে থাকে ফসল বোনার পিছে,
অন্তলীন স্বপ্ন জাগে শব্দে গড়া দিব্য ধরণীতে।


শব্দে শব্দে গড়ছে প্রাচীর, ভাঙছে বাঁধার পথ,
কাব্য রথে গঙ্গা আনে, শব্দে গড়া নব ভগীরথ।


**অক্ষর বৃত্ত ৮+১০ = ১৮ ছন্দ