।। স্পর্শ হীন ।।


হলো না আর তোমায় আমার পাওয়া,
স্বপ্ন বুনে মিলিয়ে যায় হাওয়া।
পাহাড় প্রমান স্মৃতির উপর বসে-
অনুভূতির বড্ড বাড়াবাড়ি,
জানি না যে, কোন সে কপাল দোষে-
হঠাৎ মিলন, আবার ছাড়াছাড়ি।


তুমি যখন কৃষ্ণ চূড়ার পাতায়,
গাছে গাছে মেঘের মতোন ছেয়ে-
মন ভরেছে সবুজ বিশুদ্ধতায়,
গভীর দু'চোখ মেঘের পরে চেয়ে-
বৃষ্টি তোমার সবুজ ছুঁয়ে ছুঁয়ে
জলের ধারায় গড়িয়ে পড়ে ভূঁয়ে।


আমি তখন, নদীর দুকুল জুড়ে,
বাউল বাউল মন উদাসী সুরে
ঘর ছাড়া এক দামাল হওয়ার মতো-
গায়ে মেখে পথের ধুলো-বালি,
শুকনো পাতা ওড়াচ্ছিলাম যতো,
সঙ্গে ছিল ঝড়ের দাপট খালি।


তোমার ছিল লিওনার্দো ভিঞ্চি,
আমার জন্য, রাজশেখর বিরিঞ্চি,
তোমার নৌকো জোয়ার জলে ভাসে,
আমার জীবন গুণ টানে উজানে।
তুমি যখন ভাসছিলে উচ্ছাসে-
আমি তখন কোথায় কেই-বা জানে!


দু'জন জানি এই দুজনার চাওয়া,
তবুও কেবল দূরেই সরে যাওয়া।
তোমার কানে বাজে মোহন বাঁশি,
ঢাকের বাদ্য আমায় কেবল টানে।
আমি যখন তোমায় ভালোবাসি-
তুমি খুঁজছো ভালোবাসার মানে!


মেঘের মাথায় ঝিলিক মেখে গায়ে,
তুমি যখন উড়ছিলে ফুরফুরে-
আমার তখন আগুন-শিকল পায়ে,
আমি শুধুই যাচ্ছি পুড়ে পুড়ে।
শেষে যখন আমার কাছে এলে,
আমি গেছি হাওয়াতে মিলিয়ে।


**স্বর বৃত্ত ১০ এর ছন্দ
© সন্তোষ দেবনাথ ২০-০১-২০২২