আকাশের ভার মুখে ঘিরে আছে কুয়াশা কেবল
বারুদের গন্ধ মাখা বাতাসে খবর ইউক্রেন
বয়ে আনে একরাশ বিষাদের অস্বস্তি প্রবল,
অতিদূর দেশে তার শব্দ তোলে বুলেটের চেন।


তাজা প্রাণ ঝরে পড়ে, দেবদারু পাতার মতন
অস্ফুটে মিলিয়ে যায় জীবনের শেষ আর্তনাদ।
মানুষ মানুষে মারে , রক্তে ভেসে যায় প্রিয়জন
মুছে যায় জীবনের বেঁচে থাকা সব টুকু স্বাদ।


ক্ষমতার দম্ভ রচে  সীমানার অধিকার বোধ
আদিম পাশবিকতা ফিরে আসে নিতে প্রতিশোধ।
কোন মার কোলে জাগে অন্তহীন হাহাকার শুধু,
কান্না ধুয়ে দ্যায় কোন প্রেমিকার চোখের কাজল,
কোন শিশু হয় পিতৃ হারা, বারুদের গন্ধে ধূধূ
শীতল মৃত্যুর মাঠে নেমে আসে কুয়াশা আঁচল।


*অক্ষর বৃত্ত - মহাপয়া (সনেট)