অশান্ত পৃথিবী এক,
চারি দিকে দম্ভের দামামা।
সন্তানের মুখ চেয়ে,
আগামীর স্বপ্ন বুকে নিয়ে-
মারনাস্ত্রে সজ্জিত আমি
চললাম প্রিয়তমা।


আমি থাকি, নাই বা থাকি-
যেন, একদিন
এই যুদ্ধ থেমে যাবে,
মিটে যাবে রক্তের ঋণ।
বন্দুকের নলে-
ফুটবে সেদিন
ভালোবাসার লাল গোলাপ।


আমার দেহের পাশে
সবুজ দূর্বা ঘাসে
রয়ে যাবে শান্তির বাণী।
সেই এক পৃথিবীরে
রেখে যাব উপহারে
থাকবে না কোনো হানা-হানি।


তোমাকে বিদায়...
প্রিয়তমা।