পুরাতন পাতা সব ঝরে গেছে শীতের পরশে
নতুন পাতারা আজ সবুজে সবুজ
ডালে ডালে আলোর উদ্ভাসে
আজকের নতুনেরা নয়তো অবুঝ।


তারা জানে বাদামী হলুদ পাতা প্রতি রাতে
মাটির গভীরে, জলে জলে বয়ে চলে
শিকড়ে শিকড়ে; শরীরের শিরা ধমনীতে
তবু তো নতুন ভোর নতুন আলোর কথা বলে।


জীর্ণ ঝরা শোকে কতদিন আর বলো
বিহ্বল নিমগ্ন রবে এ পৃথিবী?
নতুনের আগমনে খোলো দ্বার খোলো
এসেছে নতুনের স্বপ্ন বুকে নিয়ে নতুন দিনের এক কবি।


কেউ তো সরাবে এই ধূলি ধূসরতা
নতুনের আগমনে শুঁয়োপোকা খোলা ছেড়ে
ঝাঁকে ঝাঁকে প্রজাপতি; ঘোচে বিবর্ণতা
ফুলে ফুলে নানা রঙ স্বপ্ন বুকে ওড়ে।


জীবনে আনন্দ এনে একদিন যে শালিখ
কাটিয়েছে রোদ জল এই মাঠে,
বাংলার কাঁঠাল আর হিজলের বনে ঝিক্-মিক্
যে স্বপ্ন বুনেছে সে বাংলার নদী আর ঘাটে।


অকস্মাৎ সেই দিন যে স্বপ্ন বাংলার বুকে
নিবিড় আঁধারে গেছে ডুবে
সেই স্বপ্ন উদ্ভাসিত নতুন আলোকে
সোনালী আলোর রেখা দ্যাখো চেয়ে পূবে।


অন্তহীন যে দিগন্ত আলোতে বিলীন
সেই আলো আমারো গভীরে
বয়ে চলে নিরন্তর ক্লান্তিহীন
শব্দ, বর্ণ, ভাষার শরীরে।


আমি তার উত্তরাধিকারী!
সাধ্য মতো বয়ে যাব সময় প্রবাহে
আমার রক্তেও স্বাদ পাবে বাংলার-ই
চিরদিন বয়ে যাব বাংলার আবহে।