ঘুম ছুঁয়ে যায় চোখের পাতা,
জল ছুঁয়ে যায় পা।
আকাশ ঘেরা রঙের খেলা,
মন ছুঁয়ে যা, তা।
দোলের আগে ন্যাড়া-পোড়া,
সাগর ভরা ঢেউ।
আবীর খেলায় তোমায় ছোঁয়া,
তাও কি জানে কেউ।
মাসের পরে মাস কেটে যায়,
রাতের পরে দিন।
বিয়ের পরে কন্যা বিদায়,
শোধে মায়ের ঋন।
মায়ের কোলে ছোট্ট শিশু,
আলোয় ভরা ঘর।
পাহাড় কোলে সূর্য ওঠে,
সারা রাতের পর।
সাগর তলে, অতল জলে,
ঝিনুক কোলে মুক্তা ফলে।
যেই ডুবুরি মুক্তা তোলে,
তার কথা আজ কেউ কি বলে!
দিন মজুরে কাজ জোটে না,
'একশো দিনে' পেট কি চলে?
হঠাৎ করে আজ প্রতিবাদ,
ভলক্যানোতে আগুন জ্বলে।