জ্বলে ওঠো তুমি অগ্নিগীরির জ্বালাময়ী অগ্নির ন্যায়
ধ্বংস করে যা সকল বাঁধা, সকল পথের কাঁটা
পুড়ে করে ছারখার, সকল অনাচার ।
জেগে ওঠো আজ নব যৌবনে
হয়ে দুরন্ত দুর্বার ।


পিশাচ পশুর পিপাসিত প্রাণ
পেতে চায় প্রিয় রক্ত,
শোষণ ঝাণ্ডা উড়ছে আকাশে
তুমি আজ ঘুমন্ত ।
উদাসীন পথিক চলছে পথে
দেখেও দেখে না অনাচার,
আত্ম প্রেমে থেকো না বিভোর
এইতো সময় যুদ্ধে যাওয়ার ।
হও আগুয়ান কর ছারখার
শোষণের হাতিয়ার ।
আহ্বান মানবতার...
নব যৌবনে হও জাগ্রত, কর ধ্বংস
তৃষ্ণার্ত কালো আঁধার ।


এইতো সময় যুদ্ধে যাওয়ার ||



   (02-07-16 Saturday)