অধিকাংশ লোকই খুব সহজে অতীতকে ভুলে যায়
নতুন বন্ধুর ভিড়ে পুরনো হারিয়ে যায়,
স্বার্থের মোহে ছুটতে থাকে উন্মাদ গাধার মতো
ওরা স্বার্থবাদী -আত্মমগ্ন
নিজেকে নিয়েই ব্যস্ত, আপন বড় ।  


মানুষ মরলে কমে, তাতে তার কী এসে যায়
আজকের অধিকাংশ লোক  এমনটাই ভেবে যায় ।
মানবতা মরা কথা ।  মৃত সত্তা ।।


ভিক্ষুক বন্ধুকে ভিক্ষা দিয়ে
নিজেকে ভাবে মহান,
কেন ভিক্ষা করে ?
যে একদিন তাকে করেছিল সাহায্য
হয়েছিল স্বপ্ন সারথি ।
নিষ্ঠুর পুঁজিবাদ...



(02-10-16 Sunday)