মেঘে ঢাকা কালো আকাশের বুকে
শকুন শিবার দল করছে আস্ফালন
ঘন অন্ধকারে,
মহাশ্মশানে মৃত শব লয়ে।


উল্লাসে হাসে চিল, অলস পেঁচা
কালো রাজ্যে বিচরণ করে বাদুড় হায়না
মহাদানবের ডাক শুনা যায় দূর আঁধারে,
আমরা নওজোয়ান নতুন সূর্যের শৌর্য
এসেছি ঘোচাতে কালো আঁধার।


পিশাচ পশুর পিপাসিত প্রাণ
তৃষ্ণার্ত শত ঘাতক
শোষক শাসক সন্ত্রাসী মহামানব,
ধ্বংস করব সব
অবারিত মুক্ত জ্ঞান অনল
মানবিক চেতনা দিয়ে।


দেখ হচ্ছে উদয় আঁধার আকাশে
মহাপ্রাণের সাম্য কিরণ,
আমরা পথ-যাত্রী সুখ সাম্য পথের...


(05-07-16 Tuesday)