কতোটা থাকলে টান ভালোবাসা গান,
কতোটা বাসলে ভালো হেমকান্তি প্রেম?
খুব কাছে থাকা আর মান-অভিমান
ভাঙ্গা-গড়ার খেলায় প্রেম আনে হেম।
আকাশ প্রকাশ করে রবির কিরণ,
রাত হাসে তাই চাঁদে মুগ্ধতার ঠোঁটে;
রবি কখনো করে না চাঁদেরে বারণ
কিরণকান্তিতে তাই চন্দ্রকলি ফোটে।


নদীর গতি সাগরে জীবনের টানে;
গতি প্রেম গতি হেম গতিবতী নদী
ঢেউ আর বাঁধ ভেঙ্গে চলে নিরবধি;
সাগর-সঙ্গমে প্রেম খোঁজে তার মানে।
ভালোবাসা পেলে নদী আরো খরগতি
গতিবতী ভালোবাসা প্রেম সরস্বতী।