শুধু কবিতার জন্য আমার এ প্রেম তুমি ভুল বুঝনা বন্ধু!
সিন্ধু নিংড়ে যে মুক্তো ঝিনুকের খোলসে আটকে থাকে না;
অবসরের চাঁদে হেসে ওঠে সমস্ত মুক্তোবেলা।


তোমার অধিক আর কে ভাসে অমন শব্দভেলা;
শব্দেরা নিষিক্ত হলে চন্দ্রচূড়ে জমে ওঠে কবিতার মেলা।