আমি তোমার শত কবিতার জন্ম-কারণ হব বলে
দিন-রাত করেছি এক মুগ্ধতার ঘ্রাণ ছড়িয়ে।


সকালের খুব বিলাসী ঘুম দেখেছে ভীষণ ভেসে থাকা
মহুয়া-কবিতার স্বপ্ন-জলে;
দুপুরের লোডশেডিং এনেছে হাত-পাখায় শান্তি
মগ্নতার ঘাম শুকিয়ে;


বিকেলের অনাবিল আড্ডা বাহু বাড়িয়ে হেঁকেছে
আমি মুগ্ধতার হাতে তুলে দিয়েছি শব্দের পর শব্দ
ঢেলে দিয়েছি ঢেউ, শব্দগতি মত্স্যবিন্যাসে;


পার্কের শরীরি সন্ধ্যা বুক বাড়িয়ে ডেকেছে শূদ্ধ বাতাসে
আমি শব্দের আকাশে উড়িয়ে দিয়েছি প্রত্যয়ের পাখি
কবিতার পেয়ালায় ঢেলেছি প্রেরণা, রতিমগ্ন সাকি;


আর এভাবেই কবির অভিধানে হয়েছে নিষিক্ত
শব্দের পর শব্দ রাত্রিময় নৈঃশব্দের বিছানায়;


আর একের পর এক আমি হতে থাকি তার  
শত কবিতার জন্ম-কারণ।


একে তুমি আর কি বলবে, প্রিয়াংশু!