ঢের বসে গেছে পৃথিবী
ব্যাভিচারের খাটের নীচে কাঁদছে মহাভারত
শিকড়ে বেড়ে গেছে শব্দের সমাধী
অন্ধকারে ভাসতে ভাসতে উড়ে যাচ্ছে আকাশ


হাওয়া লাগাও ডানায়
কবিতা




পর্দা সরিয়ে দাও
আলো আসুক;
জানালা খুলে রাখো
ঘরটা বাঁচুক;
বৃষ্টি চাপলে বাড়িয়ে দিও হাত
বৃষ্টিভেজা কবিতা বড় সুপাঠ্য
থাকে না খাদ।