কেউ বেঁচে সুখী হতে চায়
কেউ মরে সুখী হতে চায়!
কেউ হেসে সুখী হতে চায়!
কেউ কেঁদে সুখী হতে চায়!
এই বাঁচা, মরা, হাসি ও;
কান্নার আয়োজন শেষে;
আমরা সবাই একা হয়ে যাই।


নিস্তব্ধ নিরর্থক ভূতুড়ে নগরীতে
বিচ্ছিন্ন কিছু আবেগের বসবাস!
বিষের চেয়েও বিষাক্ত,
মৃত্যুর চেয়ে প্রখর কষ্ট;
মানুষের অভিনয়!


খেয়াল করলে মুখের চেয়ে
মুখোশের পরিমাণ বেশি!
ইট পাথরে ঘেরা চারদিক
বাতাস থাকুক বা নাই থাকুক
ধুলোর শহুরে কি আসে যায়।
কোলাহল আর কৌতুহলে,
কৌশলে একে ওপরে;
কি নিখুঁতভাবে এড়িয়ে যায়।


কারও গল্প কেও শুনবার নয়
তাড়াহুড়োর রাজ্যে বসবাস,
মস্তিষ্কে ঘুরপাক খায় ঘনঘন!
উদারচিন্তার কেউ নেই কেউ নেই;
স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই আপন গৃহে।