তুমি রেডি হয়ে বাহিরে বের হবার পর,
তোমার শাড়িটা একটু টেনে টুনে,
ঠিক করে দিতাম;
আমার ব্লেজার বা শার্টের বোতাম
তুমি ঠিক করে দিতে।
এই ব্যাপারগুলো সত্যি
অনেক অনেক কিউট লাগতো,
আমার স্বপ্নগুলো আবারো;
তোমার ছোঁয়া পেতে চায়!


আমার খুব ইচ্ছে করে
তোমার বুকে মাথা রেখে,
ঘুমিয়ে ঘুমিয়ে;
তোমার নিশ্বাসটা প্রান ভরে শুনবো।
তুমি আমি মুখোমুখি বসেই না হয়
আমাদের ভালোবাসার ষোলো আনা,
গল্প গুলো একটু একটু করে;
পুরো করবো।


আমার লেখা শেষ মেসেজটা ছিল
প্লিজ একবার আমার ফোনটা ধর,
এই শেষ আর কখনো কল দেব না;
শেষ বারের মত কলটা ধর।
একটা সুযোগ দাও প্লিজ
তোমার পায়ে পড়ি তুমি যা বলবা,
তা অক্ষরে অক্ষরে ধারন করবো;
একবার শুধু ফোনটা ধর প্লিজ।


সেদিন ফুপিয়ে ফুপিয়ে খুব কেঁদে ছিলাম
কতবার যে একের পর এক কল দিয়ে,
অনুনয় কাকুতি মিনতি করেছি;
সেদিন একটুও শোনোনি আমার কথা।
আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে
দূরে ঠেলে দিয়ে,
অন্যজনের সাথে জড়িয়েছো;
শুনেছি সেই সম্পর্কও নাকি
তোমার বেশী দিন টেকেনি।


এখন আর তোমার খোঁজ জানিনা
তবে কেউ যদি এসে আমাকে বলে,
আজ তো তাকে দেখেছি;
তখনো যেন বুকটা আচমকা
ধরপর ধরপর করে,
আনন্দে অশ্রুধারা হয়;
এটাকেই বুঝি ভালবাসা বলে?