পিচঢালা রাস্তায় রক্ত বর্ণে হেঁটে চলা
একজোড়া আহত, কাটায় খোচানো পা;
এবং তার নীরব চলে যাওয়ার শব্দ!
বিচ্ছিরি রকমের একাকীত্ব!
গারে চেপে বসে,ভালো থাকার বাহানারা!
একদিন পুরোদিন, সাদাকালো ভেবে!
আহত জীবন'টা আর রাঙ্গানো হলো না।


যেখানে বিশ্বাস জীবিত নেই,
যেখানে আশ্বাস বরাবর নড়বড়ে!
সম্পর্কের যেকানে কোন সূত্রপাত নেই!
সেখানে পাওয়া না পাওয়ার হিসাব বেমানান!
আদর, স্নেহ; ভালবাসা অপ্রাপ্তি ঘটায় শূন্যতা!
ব্যস্ততা কখনো সে শুণ্যতা পূরণ করতে পারে না।