তোমার এতো এতো দিগন্ত বিস্তৃত চাহনি!
আমার কিন্তু শুধু, তুমি কেন্দ্রীক নিষ্পাপ চাহনি!
জানো? তোমার চোখের চাহনির ক্রাশ সংখ্যা কত?
অসংখ্য,অগণিত,হাজার-হাজার মানুষ!
প্রত্যেকেই হয়তো তোমাকে চায়!
প্রত্যেকের মুখের ভাষা হয়তো এক!
চোখের ভাষা এক না, আলাদা আলাদা!
সবাই তোমার চোখের ভাষা বুঝবেনা,
ওরা শরীর চিনে, শরীর বুঝে!
তোমার মুখে যদি, একটা ব্রনও হয়-
অসংখ্য ক্রাশরা পিছনের দরজা দিয়ে পালাবে!
তুমি এদের আটকাতে পারবেনা সেদিন!
ফ্যান্টাসি আর ভালোবাসা কখনো এক না!
সেদিন তুৃমি হাড়ে হাড়ে টের পাবে।


অনেকেই বলবে এ্যাই তুমি এত্তো সুন্দর কেনো?
তুমি খুবই খুবই সাধারন, কি যেনো একটু আলাদা
বলবে, তোমার চিন্তাশক্তি অসাধারণ!
বলবে তোমার মায়াভরা কন্ঠ!
তোমার অসাধার কন্ঠ!
কত শত শত মিথ্যে মুখস্থ বাহবা জানাবে
হ্যাঁ ওরা সবাই তোমার প্রেমিক-প্রেমিকা;
হবার ভীষণ রকম অযোগ্য!
সত্যিই, আমারা সবাই তোমার প্রেমিক-প্রেমিকা;
হবার বড়ই অযোগ্য।